Wednesday 6 October 2021

ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন

 


আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করা শেখাবো। এর জন্য আপনাকে নিচের প্রক্রিয়া গুলো অনুসরণ করে কাজ করতে হবে। তাহলে অবশ্যই আপনিও ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পুরো প্রক্রিয়া :

১. প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাপ টিতে প্রবেশ করবেন এবং যে ভিডিওটি আমি ডাউনলোড করতে চান সেই ভিডিওতে যাবেন এবং নিচের স্ক্রীনশট দেখান থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন।

২. তারপর আপনি সেখানে কিছু অপশন দেখতে পাবেন সেখান থেকে একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে কপি লিংক। কপি লিংক লেখায় ক্লিক করবেন। তারপর ওই ভিডিওর লিংকটি আপনি সেখান থেকে কপি করে নেবেন।

৩. এবার আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার টি ওপেন করবেন এবং সার্চ বারে গিয়ে এই লিংকটি পেস্ট করে দেবেন।

৪. তারপর ওই ভিডিওটি আবারও আপনার সামনে চলে আসবে এবং আপনার পেস্ট করা লিংকটি অন্য ফরম্যটে হয়ে যাবে। যেমন ধরুন http://m.facebook.com

৫. এরপর আপনাকে ওই লিংকটি এডিট করে অন্য ফরমেটে লিংক বানাতে হবে। এর জন্য আপনি এই লিংক থেকে m এর পর basic লিখবেন। বাকি সব কিছু ঠিক থাকবে। এরপর আপনি ওকে করে দেবেন।

৬. তারপর আপনি সেখানে আবারো ওই ভিডিওটি দেখতে পাবেন এবং এবার ওই ভিডিওটি আপনি চালু করবেন।

৭. এখন আপনি চাইলে ওইখান থেকে ভিডিওটি দেখতে পারেন। কিংবা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য নিচের স্ক্রীনশটএর দেখানোর থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন।

৮. এরপর আপনার সামনে আরো দুটি অপশন ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন।

ব্যাস হয়ে গেল। এরপর আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।